মোল্লাহাটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত
মোল্লাহাট(বাগেরহাট) প্রতিনিধি
মোল্লাহাটে শুক্রবার (১৬ ডিসেম্বর) যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২২ উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপনে সরকারি/বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচি পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ছিলো জাতীয় পতাকা উত্তোলন, শহিদ স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, কুচকাওয়াজ ডিসপ্লে, সালাম গ্রহন, বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা, আলোচনা সভা, শিশু সমাবেশ, ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান।
উক্ত সকল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত বৈদ্য, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, জেলা পরিষদ সদস্য এস এম অলিউজ্জামান, ওসি সোমেন দাশ ও পরিদর্শক(তদন্ত) মোঃ মতিয়ার রহমান। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহফুজা খাতুন, উপজেলা প্রকৌশলী মোঃ শওকাত হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আঃ সালাম, মধুমতি বিদ্যুৎ কেন্দ্র ব্যবস্থাপক মোঃ আবু জাফর সিদ্দিক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম মিজানুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা মোঃ ওসমান হামিদ, ফায়ার সার্ভিস এর সহকারী অফিসার মোঃ কামরুল ইসলাম, পল্লি বিদ্যুৎ এজিএম মাহফুজুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার(সাবেক) মোস্তাফিজুর রহমান বিশ্বাস, অধ্যক্ষ এল জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান এস এম সাইকুল আলম, মনোরঞ্জন পাল, সিকদার উজির আলী, মিজানুর রহমান মোল্লা, শেখ রেজাউল কবির, শেখ রফিকুল ইসলাম ও মোঃ মনিরুজ্জামান মিয়া, প্রধান শিক্ষক ফরিদ আহম্মেদ, উম্মে হামিমা সহ বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, এনজিও কর্মকর্তা, শিক্ষক/শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠান উপস্থাপনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন ও সহকারি শিক্ষক বিপাশা।