বাগেরহাট প্রতিনিধি।।
মোল্লাহাটে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও সরকারী/বেসরকারী বিভিন্ন দপ্তর নানা কর্মসূচি পালন করেছে। উপজেলা প্রশাসনের পক্ষথেকে জাতীয় পতাকা অর্ধ্বনমিতকরণ, কালো ব্যাজ ধারন, জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জালি অর্পণ, শোক র্যালি, শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগ এর পক্ষথেকে আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবারক/খিচুড়ী বিতরণ করা হয় এবং ৭টি ইউনিয়নে ও অনুরূপ কর্মসূচির মাধ্যমে জাতীয় শোক দিবস পালন করা হয়। এছাড়া মধুমতি বিদ্যুৎ প্লান্ট এর পক্ষ থেকে ১হাজার দরিদ্র মানুষকে খাদ্য সহায়তা প্রদান, মৎস্য অফিসের মাছের পোনা অবমুক্তকরণ।
এসকল কর্মসুচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এমডি আল আমিন, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, অধ্যক্ষ এর জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মাহাফুজা খাতুন, মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, অফিসার ইনচার্জ সোমেন দাশ, উপজেলা প্রকৌশলী মোঃ শওকত হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার(সাবেক) মোঃ মোস্তাফিজুর রহমান বিশ্বাস, ইউপি চেয়ারম্যান এস এম সাইকুল আলম, শেখ রেজাউল কবির, শিকদার উজির আলী, শেখ রফিকুল ইসলাম, মনোরঞ্জন পাল, মোঃ মিজানুর রহমান ও মোঃ মনিরুজ্জামান সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা বৃন্দ, জনপ্রতিনিধিগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক মন্ডলী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থী বৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন।
এফআর/অননিউজ