মোল্লাহাট উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে বর্তমান চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা শাহীনুল আলম ছানা মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
বুধবার সকালে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকারের কাছে তিনি ম্যানুয়াল কাগজপত্র দাখিল করেন, এর পূর্বে অনলাইনে উক্ত মনোনয়ন পত্র দখিল করেছেন বলে জানাগেছে। তিনি গত মেয়াদে পরপর দুইবার চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন। মনোনয়ন দাখিলের সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ এবং সকল সহযোগি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দ।
এফআর/অননিউজ