মোল্লাহাটে মঙ্গলবার(৪অক্টোবর) সকাল ১১টায়, উপজেলা আওয়ামী লীগ এর উদ্যোগে বাগেরহাট এক আসন থেকে বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, শেখ হেলাল উদ্দীন এম.পি’র পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক শাহীনুল আলম ছানা’র নেতৃত্বে মোটর সাইকেল শোভাযাত্রার মাধ্যমে মোল্লাহাটের ৮২ টি দুর্গা মন্দিরে শুভেচ্ছা বিনিময় করা হয়।
উপজেলা আওয়ামী লীগ এবং সকল সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
প্রতিটি মন্দিরে শেখ হেলাল উদ্দীনের ব্যক্তিগত তহবিল থেকে প্রদত্ব আর্থিক অনুদান প্রদানের পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বী পূজারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করা হয়। মোল্লাহাটে অত্যন্ত শান্তিপুর্ণ সম্প্রীতি ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দূর্গা উৎসব উদযাপিত হচ্ছে বলে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ জানিয়েছেন।