মোল্লাহাটে শেষ দিনে বাগেরহাট-১ আসনে বিভিন্ন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল।

বাগেরহাট প্রতিনিধিঃ

শেষ দিনে মোল্লাহাটে বাগেরহাট-১ আসনে বিভিন্ন দলের এমপি পদপ্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করলেন।

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টা বিকাল ৫টা পর্যন্ত মোল্লাহাট উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শ্যামানন্দ কুন্ডু’র কাছে আচরণ বিধি মেনে দলীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেছেন। প্রার্থীদের মধ্যে রয়েছে,

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। স্বতন্ত্র থেকে মনোনয়ন দাখিল করেন এস এম মুশফিকুর রহমান। বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী ড. মশিউর রহমান, সর্বশেষে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার মাসুদ রানা মনোনয়ন দাখিল করেন।

আরো দেখুনঃ