মোল্লাহাটে শোরুম থেকে চুরি হওয়া ২০ লক্ষাধীক টাকার স্মার্টফোনসহ চোর চক্র গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি।।

বাগেরহাটের মোল্লাহাটে গত ২১মে রাতে রেজাউল মেম্বর এর মোবাইল ফোন বিক্রয় শোরুমের তালা ভেঙে চুরি করে নিয়ে যাওয়া ২০ লক্ষাধীক টাকা মূল্যের স্মার্ট মোবাইল ফোন সেট এবং নগদ ১লক্ষ ৩৫হাজার টাকা উদ্ধার এবং চোর সিন্ডিকেটকে গ্রেপ্তার করেছে মোল্লাহাট থানা পুলিশ।

মঙ্গলবার (২জুলাই) মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ এস এম আশরাফুল আলম এর প্রেস ব্রিফিং থেকে জানা গেছে,

গত ২১/০৫/২০২৪ তারিখ মোল্লাহাট উপজেলা পরিষদ নির্বাচনের দিন রাতে অজ্ঞাতনামা চোর বা চোরেরা মোল্লাহাট বাজারে অবস্থিত মেম্বর মোঃ রেজাউল করিম এর মোবাইলের শোরুমের তালা কাটিয়া শোরুমে থাকা নগদ ১,৩৫,০০০/- টাকা ও বিভিন্ন কোম্পানির ১৩৫টি স্মার্ট ফোন, যাহার মূল্য অনুমান ২০লক্ষ টাকা চুরি করিয়া নিয়া যায়। উক্ত চুরির ঘটনায় মোল্লাহাট থানার মামলা নং-১১, তাং-২২/০৫/০২২৪ ইং, ধারা-৩৮০/৪৬১ পেনাল কোড রুজু হওয়ার পর মোল্লাহাট থানার একটি পুলিশ টিম কক্সবাজার জেলার রামু থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া বাদীর চুরি যাওয়া মোবাইল সেট উদ্ধার করে এবং চুরির সাথে জড়িত আসামী ১। আবুল মুনছুর (১৯), পিতা-এমদাদ মিয়া, মাতা-রুকেয়া বেগম ২। মোঃ নুর উদ্দিন(২৩), পিতা-মোঃ আব্দুল্লাহ, মাতা-তুবারকি বেগম, উভয় সাং-পূর্ব তিতারপাড়া, থানা-রামু, জেলা-কক্সবাজার এই দুইজন চোরকে পুলিশ গেট গ্রেফতার করে ইং ০১/০৭/২০২৪ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

এই দুর্ধর্ষ চুরির ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

আরো দেখুনঃ