মোল্লাহাটের জয়ঢেঁকি নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী রাজু খাঁ (১৬) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সে সরসপুর গ্রামের নুরু খার ছেলে। জানাগেছে, দত্তডাঙ্গা এসি একাডেমি বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী রাজু রবিবার দুপুরে মোটর সাইকেলে চড়ে বন্ধুদের সাথে যাচ্ছিল, একপর্যায়ে সড়কে পড়ে গেলে পেছন থেকে দ্রুতগামী বাস এসে তাকে চাপা দিয়ে চলে যায়। তার মৃত্যুতে পরিবারসহ সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।