বাগেরহাট প্রতিনিধি।।
মোল্লাহাটে বুধবার (১৯ জুলাই) স্কুল মিল্ক ফিডিং কার্যক্রম উদ্বোধন হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের মাধ্যমে এবং এল ডি ডি পি, ডি এল এস এর আওতায় উদয়পুর উত্তরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৪২ জন শিক্ষার্থীর মাঝে পাস্তÍরিত প্যাকেটজাত দুধ বিতারণের মাধ্যমে উক্ত কর্মসূচি উদ্বোধন করা হয়।
জানাগেছে, দেশের সকল উপজেলায় একটি করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি চালু হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পরিতোষ রায়, প্রধান শিক্ষক মোঃ সুকমিয়া শিকদার, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, প্রাণিসম্পদ হাসপাতালের এল এফ এ মোঃ আনিসুর রহমান, এস, এ, এল, ও দিলীপ বালা, এফ, এ, এ, আই মিঠুন হালদারসহ উক্ত বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
এফআর/অননিউজ