বাগেরহাটের মোল্লাহাট থানা পুলিশ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলাধীন চুনখোলা ইউনিয়নের শাষন গ্রামের বাসু শেখের বাশঁবাগানের মাটিতে পুতেঁ রাখা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে। যুবকের নাম রানা শরীফ(২৫) সে ঐ গ্রামের বাচ্চু শরীফের পুত্র।
মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ স্থানীয় সাংবাদিকদের জানান, গত ৪/১০/২০২০ তারিখের রানা শরীফের পিতার দায়ের করা একটি হারিয়ে যাওয়া সাধারণ ডায়রির সূত্রধরে বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে তদন্ত করে উক্ত গ্রামের জুয়েল মোল্লা, শহিদুল চৌধুরী ওরফে শল্টু ও নাদিম চৌধুরীকে জিগ্যাসাবাদের মাধ্যমে তাদের দেওয়া তথ্যমতে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকগন ও গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বাসু শেখের বাশঁবাগানের মাটি খুড়ে ভিকটিমের বস্তাবন্দী দেহাবশেষ উদ্ধার করা হয়। এব্যাপারে আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুকরে আদালতে সোপর্দ করা হবে।