বাগেরহাটের মোল্লাহাটে শনিবার(২৭ আগস্ট), খলিলুর রহমান ডিগ্রী কলেজ মাঠে ৪দলীয় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। উক্ত টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল ও ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, অধ্যক্ষ এল জাকির হোসেন, প্রধান শিক্ষক ফরিদ আহম্মেদ, একাডেমিক সুপার ভাইজার রামপদ বিশ্বাস, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আশিকুল আলম তন্ময়সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা বৃন্দ, জনপ্রতিনিধিগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক মন্ডলী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থী বৃন্দ।
উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রীতি এ ফুটবল টুর্নামেন্টে সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং গাংনী মাধ্যমিক বিদ্যালয় রানার্স আপ ট্রফি অর্জন করে। সেরা খেলোয়াড় নির্বাচিত হয় বিজয়ী দলের মোঃ খালিদ হোসেন। খেলায় অন্য দুটি দল ছিলো নাশুখালি সোশ্যাল ওয়েল ফেয়ার মাধ্যমিক বিদ্যালয় ও সাচিয়াদহ চুনখোলা এমবি মাধ্যমিক বিদ্যালয়।