বাগেরহাটের মোল্লাহাটে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২১-২২ এর আওতায় ৪দলীয় প্রীতি ভলিবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট ক্রীড়া অফিসের আয়োজনে এবং মোল্লাহাট উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যস্ত খলিলুর রহমান ডিগ্রী কলেজ মাঠে এই টুর্নামেন্টের ৩টি ম্যাচ অনুষ্ঠিত হয়।
বিকেলে টুর্নামেন্টের ফাইনাল খেলায় মোল্লাহাট উপজেলার উদয়পুর ইউনিয়নের মোল্লারকুল শহীদ শেখ আবুনাসের স্মৃতি সংসদ ভলিবল দলকে ২-১ সেটে হারিয়ে গাংনী ইউনিয়নের দারিয়ালা মুন্সি পবন মোল্লা স্মৃতি ক্লাব ভলিবল দল চ্যাম্পিয়ন হয়েছে।টুর্নামেন্টে ঢাকা ওয়ারী ক্লাবের সিজান পবন স্মৃতি সংসদের পক্ষে দুর্দান্ত খেলে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে কাপ পুরস্কার দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা, বাগেরহাট জেলা ক্রীড়া অফিসার মোঃ মিজানুর রহমানের সার্বিক তত্ত্বাধানে উক্ত খেলায়।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস, থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ, কে,আর কলেজের অধ্যক্ষ এল জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান এস কে হায়দার মামুন, মোঃ মনিরুজ্জামান মিয়া, অবসর প্রাপ্ত উপাধ্যক্ষ প্রমথ রঞ্জন কির্ত্তুনীয়া।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাআদ আলী মোহন এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্তানুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক সীতাংশু সমাজপতি, উত্তরণ ক্রীড়া চক্রের সভাপতি মিজানুর রহমান, সহ-সভাপতি শেখ কাবিল হোসেন, প্রভাষক মোঃ কামরুল হাসান রাসেল, মোল্লা জামির হোসেন, ওবায়দুল ইসলাম, মুকুল মিয়া, বরকত হোসেন, সবুজ মেম্বর প্রমুখ।
টুর্নামেন্টের অন্য ২টি দল ছিল আটজুড়ি ইউনিয়নের কাহালপুর ডাঃ মনসুর স্মৃতি সংসদ ও গাংনী সমাজ কল্যান সংঘ ভলিবল দল। প্রতিটি দলে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ বাহিনী, ঢাকা প্রথম বিভাগ লীগ ও স্থানীয় খেলোয়াড়রা অংশ গ্রহন করেন।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com