মোল্লাহাট উপজেলা আওয়ামী লীগের এক সভায় দলের তৃনমূল পর্যায়ের নেতৃবৃন্দ বর্তমান উপজেলা চেয়ারম্যাান শাহীনুল আলম ছানা’র প্রতিই আস্থা প্রকাশ করলেন।
বুধবার(২৮ ফেব্রুয়ারি) উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে, আওয়ামী লীগ কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অধিকাংশ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনার এক পর্যায়ে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর ব্যাপারে আলোচনা হলে উপস্থিত সকল নেতৃবৃন্দ শাহীনুল আলম ছানা’র প্রতি তাদের অকুন্ঠ সমর্থন ব্যাক্ত করেন।
এসময়ে তারা বলেন, বর্তমান চেয়ারম্যান মানুষের সুখে দুঃখে পাশে থাকেন এবং সাধারণ মানুষ যে কোন সময় তার কাছে আসতে পারে তাদের কথা বলতে পারে। জননেতা শেখ হেলাল উদ্দীন এমপি’র অত্যন্ত আস্থাভাজন, নিরাংকারী ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা শাহীনুল আলম ছানা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে যে কোন কর্মসূচি বাস্তবায়নে নিবেদিত এবং সফল ভূমিকা পালন করেন। মোল্লাহাটের উন্নয়নের জন্য যে কোন কাজ বাস্তবায়নে তার নিরালশ দৌড়ঝাপ নেতাকর্মীদের আস্থার একটি বড় কারণ বলে তারা তাদের বক্তব্যে তুলে ধরেন।
এফআর/অননিউজ