মোল্লাহাটের বীর মুক্তিযোদ্ধাগণ আসন্ন মোল্লাহাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসাবে পুনরায় রর্তমান চেয়াম্যান শাহীনুল আলম ছানাকে সমর্থন দিলেন। মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের এক সভায় বীর মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ বর্তমান উপজেলা চেয়ারম্যাান শাহীনুল আলম ছানা’র প্রতিই আস্থা প্রকাশ করলেন।
মঙ্গলবার (৫মার্চ) উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের এক সভা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এ সভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বীর মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ ও বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে শাহীনুল আলম ছানা’র প্রতি তাদের অকুন্ঠ সমর্থন ব্যক্ত করেন।
এসময়ে তারা বলেন, বর্তমান চেয়ারম্যান মানুষের সুখে দুঃখে পাশে থাকেন এবং সাধারণ মানুষ যে কোন সময় তার কাছে আসতে পারে, তাদের কথা বলতে পারে। জননেতা শেখ হেলাল উদ্দীন এমপি’র অত্যন্ত আস্থাভাজন, নিরাংকারী বীর মুক্তিযোদ্ধা শাহীনুল আলম ছানা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হিসাবে যে কোন বিপদে আপদে মুক্তিযোদ্ধাদের পাশে থাকেন তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে তার কোন বিকল্প নাই। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যদেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার(সাবেক) মোস্তাফিজুর রহমান বিশ্বাস। অন্যান্যদের মাঝে বক্তব্যদেন অধ্যক্ষ এল জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল কবির, শিকদার উজির আলী, মোঃ মনিরুজ্জামান মিয়া, বীর মুক্তিযোদ্ধা ফকির দ্বীন মোহাম্মদ, শিকদার আনোয়ার হোসেন, চৌধুরী মনিরুজ্জামান মিনু, মোঃ ভুলু মিয়া, মোড়ল শহিদুল ইসলাম, প্রমুখ।
এফআর/অননিউজ