বাগেরহাটের মোল্লাহাট উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী এর সাথে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ অক্টোবর)সকালে,উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সভায় উপজেলা নির্বাহী অফিসার সাংবাদিকদের বিভিন্নভাবে বস্তুনিষ্ঠ তথ্য প্রদান করে সহযোগিতা করার আহ্বান জানান এবং মোল্লাহাট উপজেলাকে একটি শান্তিপূর্ণ ও সুন্দর পরিচ্ছন্ন উপজেলা হিসেবে গড়ে তুলতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
এছাড়া হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সে ব্যাপারে সকলকে সহযোগিতা করার কথা বলেন এবং পূজা শেষে একটি চ্যারিটি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে আলোচনা হয়।
মতবিনিময় সভায় অন্যান্য অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র আহ্বায়ক শেখ হাফিজুর রহমান, সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান সিকদার জামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক শেখ শাহেদ আলী, বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান মো: হারুন আল রশিদ, সাবেক ভাইস চেয়ারম্যান মেজবাহ উদ্দিন সরদার, মোল্লাহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, সহ-সভাপতি এম এম আরাফাতুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শিকদার জিহাদ হোসেন,মোল্লাহাট রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক মিয়া মো: পারভেজ, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো: কবির হোসেনসহ মোল্লাহাট প্রেস ক্লাব ও মোল্লাহাট
রিপোর্টার্স ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।