মোল্লাহাট প্রেসক্লাবের ৩২তম দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাহে রমজান উপলক্ষ্যে বুধবার(৩এপ্রিল) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি)তাহমিনা সুলতানা নীলা, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা। অন্যান্য অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা, ডাঃ এবাদত হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আঃ সালাম, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আশাদুজ্জামান শুভ, নির্বাচন কর্মকর্তা মোঃ ইসহাক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (সাবেক) মোঃ মোস্তাফিজুর রহমান বিশ্বাস, অধ্যক্ষ এল জাকির হোসেন, সমবায় কর্মকর্তা মোঃ মোরশেক আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ সালমান জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, প্রধান শিক্ষক এস এম ফরিদ আহমেদ প্রাথমিক শিক্ষক সমিতীর সভাপতি মোঃ ওবায়দুর রহমানসহ বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় সুধীবৃন্দ।
অনুষ্ঠান উপস্থাপনা করেন মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন।
এফআর/অননিউজ