দেশের জনপ্রিয় নির্মাতা, প্রযোজক ও চিত্রনাট্যকার মোস্তফা সরয়ার ফারুকীর জন্মদিন আজ ২ মে। জীবনের ৪৯ বসন্ত পেরিয়ে ৫০ এ পা রাখলেন গুণী এই নির্মাতা। এ দিন রাতে জন্মদিন উপলক্ষে তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা, মেয়ে ইলহাম নুসরাত ফারুকীসহ বেশ কয়েকজন কেক কেটে জন্মদিন উদযাপন করেছেন ফারুকীর। নিজের ভেরিফায়েড ফেসবুকে জন্মদিনের সেই ছবিও শেয়ার করেছেন এই নির্মাতা।
১৯৭৩ সালের আজকের দিনেই রাজধানীর নাখালপাড়াতে জন্মগ্রহণ করেন ফারুকী। এখন পর্যন্ত বেশকিছু ভিন্নধর্মী ও দর্শকপ্রিয় মেগা ধারাবাহিক নাটক পরিচালনা করেছেন তিনি।‘ব্যাচেলর’, ‘টেলিভিশন’, ‘পিঁপড়া বিদ্যা’, ‘ডুব’, ‘মেড ইন বাংলাদেশ’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’সহ আরও কিছু সিনেমা নির্মাণের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন মোস্তফা সরয়ার ফারুকী। এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে তার নির্মিত আলোচিত চলচ্চিত্র ‘শনিবার বিকেল’, ‘নো ল্যান্ডস ম্যান’।
ফরহাদ/অননিউজ