মোহনগঞ্জ দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের বিদায় ও বরণ অনুষ্ঠান-২০২৪

আবু বাককার সুজন।।

রাজশাহীর বাগমারায় মোহনগঞ্জ দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের বিদায় ও বরণ অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠিত হয়েছে সোমবার।

বিদ্যালয় চত্ত্বরে এই উপলেক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ প্রাং।

বিদায় ও বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ৫৫ রাজশাহী-৪, বাগমারা আসনের এমপি অধ্যক্ষ আবুল কালাম আজাদের প্রতিনিধি আব্দুর রাজ্জাক সরকার বাবু।

অনুষ্ঠানে স্বাগত আরও বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোখশানা পারভীন খাঁন। আরও বক্তব্য রাখেন, আরিফ মোল্লা, শামীম মৃধা, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ওবায়দুর রহমান টিংকু মোল্লা, সাফি মৃধা, শিক্ষক আকরাম হোসেন, শামসুজজোহা সরকার বাদশা, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুল জব্বার মোল্লা, আফসার আলী প্রামানিক, ইউ.পি সদস্য আকবর মোল্লা, আলহাজ আনিছার রহমান ফানে, তৈয়বুর রহমান ফটা, প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলতাফ হোসেন, আশরাফুল ইসলাম বাবু, আব্দুর রহমান শান্ত, ডা. মোঃ আফজার হোসেন প্রাং, আব্দুল বারিক সরদার প্রমুখ। অনুষ্ঠানে এমপির প্রতিনিধি আব্দুর রাজ্জাক সরকার বাবু বলেন, আমরা দীর্ঘদিন থেকে এই মোহনগঞ্জ উচ্চ বিদ্যালয়, মোহনগঞ্জ কলেজ উন্নয়ন থেকে বঞ্চিত ছিলাম। এবার আমরা স্কুলসহ সকল প্রতিষ্ঠানের উন্নয়ন করে হারানো গৌরব ফিরিয়ে আনব। এখানে কেউ বাধা হয়ে দাঁড়ালে তার দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে।

বিদায় ও বরণ অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এফআর/অননিউজ

আরো দেখুনঃ