মৌলভীবাজার জেলার বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ আল মাহমুদ ফায়জুল কবীরকে মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে বদলীজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (১ জুলাই) সন্ধ্যায় মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ মনজুর রহমান বিপিএম, পিপিএম (বার)
পুলিশ সুপার মহোদয় মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী বিজ্ঞ জেলা ও দায়রা জজ হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
মৌলভীবাজার জেলা পুলিশ আয়োজিত এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজারের বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ মোঃ কায়সার মোশারফ ইউনুস, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ, সহকারী পুলিশ সুপার(শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমান এবং জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।