বিজয়ের মালা আনবো, আগামি ৭ তারিখ নৌকা মার্কায় ভোট দিতে ভোট কেন্দ্রে যাবো এই শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গল রাধানগরে গ্রামবাসীর মধ্যে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় রাধানগরসহ আশে পাশের ৮ গ্রামের মানুষ শ্রীমঙ্গল উপজেলা পরিষদ উপ-নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত প্রার্খী ভানু লাল রায়কে সংবর্ধনা দিয়েছে ।
শুক্রবার রাত ৮টায় শ্রীমঙ্গল রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন রাধানগর গ্রামবাসী।এ সময় শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের রাধানগর, বিষামনি, জেরিন চা বাগান, ডলুছড়া, দিলবরনগর, লাউয়াছড়া পুঞ্জি, বেগুনবাড়ি, বালিশিরাপুঞ্জির ৫শতাধিক মানুষ অংশনেন।
স্থানীয় মুরব্বি বাছিত মিয়ার সভাপতিত্বে ও ইউপি সদস্য বিশ্বজিৎ দেববর্মার পরিচালনায় এসময় বক্তব্যদেন এম এম ইস্পাহানী চা কোম্পানীর ডিজিএম সেলিম রেজা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, সাংগঠনিক সম্পাদক আবু তালেব বাদশা, সহ দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন রাহিদ, মৎসলীগের সভাপতি মোঃ আশিক, ৩নং সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ আবু তাহের, চা বাগান জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ ইউনুছ, বিষামনি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুভাষ দাশ। বিষামনী এরাকার ফল ব্যবসায়ী মোঃ জলিল খাঁন প্রমূখ।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।