মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত হয়েছে। পথসভায় যোগ দিয়ে যারা হেলমেট পড়া মোটরসাইকেল আরোহীদের ফুল দিয়ে বরন করে নেন মৌলভীবাজারের নবাগত পুলিশ সুপার। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ল্যাম্প ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সার্বিক সহযোগিতায় মৌলভীবাজার শহরের বেরীরপার এলাকায় পথসভাটি আয়োজন করে জেলা পুলিশের ট্রাফিক বিভাগ।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজারের পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম সেবা। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, ট্রাফিক আইন মেনে চললে সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব। অকালে তাজা প্রাণ যাতে সড়কে ঝরে না পড়ে এ ব্যাপারে মৌলভীবাজার ট্রাফিক পুলিশ সবসময় আন্তরিক।
তিনি আরো বলেন, সড়ক নির্মাণের সময় ট্রাফিক ব্যবস্থাপনাকে অধিক গুরুত্ব দিতে হবে। এসময় তিনি ট্রাফিক আইন মেনে চলতে জনগণের সচেতনতার উপর অধিক গুরুত্বারোপ করেন। পথসভা শেষে পুলিশ সুপার মহোদয় ট্রাফিক আইন মেনে হেলমেট পরিহিত মোটরসাইকেল চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)।