টাঙ্গাইলে এক মৎস্য ব্যবসায়ীকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৩ মে) ভোরে শহরের পার দিঘুলীয়া সেতুর পাশ থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ মে) রাত ১টার দিকে তাকে হত্যা করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
নিহত ব্যক্তি সদর উপজেলার চর দিঘুলীয়া এলাকার দেলবর বেপারির ছেলে আলী আকবর বাপ্পী (৩৩)। তিনি মৎস্য ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার রাত ১টার দিকে বাপ্পী শহর থেকে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে রাস্তার পাশে ফেলে যায়। পরে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই মো. আতিকুর রহমান জানান, টাঙ্গাইল সদর থানা পুলিশ বাপ্পীর মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।
এফআর/অননিউজ