ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে বজ্রপাতের এ ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম (২০)
বাড়ির পাশেই ব্রহ্মপুত্র নদের পাড়ে গরুর জন্য ঘাস কাটতে যায়। পরে ঘাস কাটা শেষে বৃষ্টিতে ভিজে রাকিবুল বাড়ির দিকে যাওয়া পথে, হঠাৎ তার উপর বজ্রপাতের ঘটনা ঘটলে সে গুরুতর আহত হয়। এসময় খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।অপরদিকে রোববার দুপুরে ময়মনসিংহের গফরগাঁওয়ে সাগর(১৮) বজ্রপাতে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
নিহত সাগর হোসেন গফরগাঁওয়ের দীঘা গ্রামের আবুল হাসেনের ছেলে। সে স্থানীয় শিবগঞ্জ হুরমত উল্লাহ কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষার্থী বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় রাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুল আলম জানান, রবিবার বিকালে আবহাওয়া খারাপ দেখে মাঠে চড়ানো গরু আনতে গিয়ে সাগর বজ্রপাতের কবলে পড়ে নিহত হয়। সাগরের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ছিল।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।