ময়মনসিংহের নান্দাইলে আতশবাজি তৈরীর করখানায় বিস্ফোরনে দুই নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২০ এপ্রিল) ভোর সাড়ে ৬ টার দিকে নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের দক্ষিণ বাঁশাটি গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দক্ষিন ভাষাটি গ্রামের আব্দুল গনির স্ত্রী আফিলা খাতুন (৪৫) ও বারইগ্রাম গ্রামের আবুল হোসেনের স্ত্রী নাছিমা খাতুন (৩০)।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান জানান, উপজেলার দক্ষিন বাঁশাটি গ্রামে বোরহান উদ্দিন নামের এক ব্যাক্তির আতশবাজি তৈরীর করখানায় কাজ করত কয়েকজন নারী। বুধবার সকালে ঐ কারখানায় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কারখানার ঘরটি উড়ে যায় এবং ঘটনাস্থলে দুই নারীর মুত্যু হয়।
তিনি আরো জানান, ঘটনাটি বজ্রপাতের কারণে হয়েছে না আতশবাজি তৈরীর করখানায় বিস্ফোরনে হয়েছে তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। ঘটনার পর পরই পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।