ময়মনসিংহে কমিউটার ট্রেনের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহের সঙ্গে নেত্রকোনা ও কিশোরগঞ্জের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। নগরীর বলাশপুর এলাকায় শনিবার দুপুর আড়াইটার দিকে বলাকা কমিউটার ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।
রেলওয়ে ময়মনসিংহের উপসহকারী প্রকৌশলী মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন,নেত্রকোনার জারিয়া রেলস্টেশন থেকে ছেড়ে আসা বলাকা কমিউটার ট্রেনটি ময়মনসিংহ স্টেশনে আসছিল। দুপুর আড়াইটার দিকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের কাছাকাছি বলাশপুর এলাকা আসতেই ৬ নম্বর বগির দুটি চাকা লাইনচ্যুত হয়ে যায়।
এতে ময়মনসিংহের সঙ্গে নেত্রকোনা ও কিশোরগঞ্জের রেল যোগাযোগবন্ধ হয়ে পড়েছে। খবর পেয়ে তাৎক্ষণিক লোক পাঠিয়ে হাইড্রোলিক জগ দিয়ে লাইনচ্যুত ট্রেনের চাকা লাইনে তোলার চেষ্টাচলছে। দ্রুত রেলচলাচল স্বাভাবিক হবে।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com