ময়মনসিংহ নগরীর সিকে ঘোষ রোডের মোটরসাইকেল বিক্রয়কারী প্রতিষ্ঠান আনিছ এন্টাপ্রাইজে যুক্ত হলো বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড প্রতিষ্ঠানে উৎপাদিত এক্স ব্লেড হোন্ডা। সোমবার সকালে এক্স ব্লেড হোন্ডা ময়মনসিংহের একমাত্র বিক্রয় শো-রুমের মাধ্যমে বিক্রর লক্ষে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে আনিছ এন্টারপ্রাইজের সত্বাধিকারী মোঃ আনিছুর রহমান প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট রিমিটেড কোম্পানীর ১৫০ সিসি এক্স বেøড হোন্ডার মোড়ক উন্মোচন এবং কেক কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই পণ্যের বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন। এই সময় হোন্ডার কোম্পানীর আঞ্চলিক ব্যবস্থাপক মাহবুবুল আলম, আনিছ এন্টাপ্রাইজের গাফ্ফার মাসুম, এম, এ আজিজ, মঈন উদ্দিন রায়হানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এক লাখ ৯২ হাজার টাকায় এই হোন্ডা বিক্রয় করা হবে।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।