ময়মনসিংহে উৎসবমূখর পরিবেশেসরস্বতী পুজা উদযাপিত

ময়মনসিংহ প্রতিনিধি।।

ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে জ্ঞান, বিদ্যা ও আরাধনার দেবী শ্রী শ্রী সরস্বতী পূঁজা। এ উপলক্ষে শনিবার (৫ ফেব্রুয়ারী) সকালে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ পাড়া-মহল্লায় অস্থায়ী মন্ডপ স্থাপন করে বর্ণিল আয়োজনে চলে দেবী বন্ধনা।

রামকৃষ্ণ মিশন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ, আনন্দমোহন সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ, আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজ, রয়েল মিডিয়া কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মন্ডপে মন্ডপে শিক্ষার্থী পূঁজারীরা বিদ্যা দেবীর আরাধনায় ব্যস্ত সময় পার করেছেন।

শিক্ষার্থী সম্পা দে বলেন, সকাল থেকেই পূজা শুরু হয়। কলেজে এসে দেবীর আরাধনা করে বন্ধু-বান্ধবের সাথে সময় কাটাচ্ছি। পূজার দিন উপলক্ষে আমরা একটু বাড়তি আনন্দ উপভোগ করি।

আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ নীহার রঞ্জন রায় বলেন, স্বাস্থ্যবিধি মেনে সকাল থেকে কলেজে পুজা অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে সীমিত পরিসরে শিক্ষক-শিক্ষার্থীরা কলেজে এসে প্রার্থনা করছে। করোনা মহামারী থেকে ভগবান সকলকে রক্ষা করুক এটাই হচ্ছে চাওয়া।

আরো দেখুনঃ