ময়মনসিংহে কর্মসংস্থান ব্যাংকের সেবা সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫মে) সকালে ময়মনসিংহ নগরীর একটি আসপাডা সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শিরিন আখতার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (প্রশাসন) গৌতম সাহা।
সভায় ময়মনসিংহ কিশোরগঞ্জ নেত্রকোনা জামালপুর ও টাঙ্গাইল জেলার অংশীজনের অংশগ্রহনে কর্মসংস্থান ব্যাংকের সেবা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়।
এ সময় ব্যাংকের বিভিন্ন কর্মকর্তা ও ঋণ গ্রহিতারা উপস্থিত ছিলেন। উপব্যবস্থাপক বিভাগীয় শাখার এস এম এমাম মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিয় সভায় ব্যাংক ও গ্রাহকের বিভিন্ন সমস্যা উন্নয়ন অগ্রগতি নিয়ে আলোচনা ও পর্যালোচনা অনুষ্ঠিত হয়।