দেশের বিভিন্নস্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে গণ অনশন ও গণ অবস্থান কর্মসচী পালন করছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ময়মনসিংহ জেলা ও মহানগর শাখা। শনিবার সকালে নগরীর শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে অবস্থান নিয়ে গণঅনশন পালিত হয়। এসময় বক্তারা সাম্প্রদায়িক সহিংসতাকারিদের বিরুদ্ধে সরকারের জিরোটলারেন্স ঘোষণার দ্রুত বাস্তবায়নসহ সাম্প্রদায়িক মহলের সর্বনাশা চক্রান্ত প্রতিরোধে সর্বস্তরের জনগণের ঐক্যবদ্ধ ভুমিকার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, হিন্দু, মুসলিম,বৌদ্ধ ও খ্রিষ্টান এসব পরিচয়ের থেকেও আমাদের বড় পরিচয় হচ্ছে আমরা মানুষ।
বাংলাদেশের মতো অসা¤প্রদায়িক সাম্প্রীতির দেশে মাঝেমধ্যেই সাম্প্রদায়িক অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠে বিভিন্ন ঘটনা সৃষ্টি করে, যা আমাদের জাতির জন্য খুবই দুর্ভাগ্য ও দুঃখজনক। বিভিন্ন সময়ে সংঘটিত সা¤প্রদায়িক সন্ত্রাসের বিচার না হওয়ায় সংখ্যালঘুদের উপর হামলা, নীপিড়ন বাড়ছে। এটি কোনোভাবেই কাম্য নয়। সাম্প্রদায়িক উসকানির বিরুদ্ধে সাধারণ নাগরিকদের রুখে দাঁড়াতে হবে। গণঅনশন কর্মসূচীতে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি এডভোকেট বিকাশ রায়, সাধারণ সম্পাদ পবিত্র রঞ্জন দে, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক উত্তম চক্রবর্তী রকেটসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
সাইফুল ইসলাম সুমন,অননিউজ24।।