ময়মনসিংহে গোয়েন্দা পুলিশ (ডিবি) জেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে সাড়ে চার কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বুধবার রাতে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
ডিবির ওসি সফিকুল ইসলাম জানান, ডিবি পুলিশের একাধিক দল বুধবার রাতে অভিযান চালিয়ে নগরীর শম্ভুগঞ্জ থেকে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী সিলেটের জকিগঞ্জের রুবেল আহম্মদকে, ত্রিশালের হরিরামপুর থেকে আধা কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ আবু রাসেলকে এবং ভালুকার কাশর এলাকা থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী হারুন অর রশিদ ও লিটন মিয়াকে গ্রেফতার করে।
তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক পৃথক মালমা দায়ের করে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।