ময়মনসিংহের ফুলপুরে মামুন (২২) নামে এক ছেলের লাঠির আঘাতে তার বাবার মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে মামুন পলাতক রয়েছেন। মঙ্গলবার (২ নভেম্বর) ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে, সোমবার (১ নভেম্বর) এ ঘটনা ঘটে।
নিহতের নাম মো. আবুল হাসিম (৪৬)। তিনি উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের মাটিচাপুর গ্রামের মৃত ছমেদ আলীর ছেলে। ওসি আব্দুল্লাহ জানান, সোমবার সকালে পারিবারিক বিষয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া করছিলেন হাসিম।
এ সময় মায়ের পক্ষ নিয়ে ছেলে মামুন তার বাবার মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এতে হাসিম (বাবা) গুরুতর আহন হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং এরপর ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু। ওসি জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনো মামলা দায়ের করা হয়নি।
আয়েশা আক্তার/অননিউজ24