ময়মনসিংহের গৌরীপুরে বলাকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ব্যাটারি চালিত ইজিবাইকের এক যাত্রী নিহত এবং অপর চারজন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর একটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়ন পরিষদের একজন সদস্য পদপ্রার্থীর সমর্থকরা প্রতীক নিয়ে মিছিল করার সময় শ্যামগঞ্জ বাজার সংলগ্ন মইলাকান্দা রেলক্রসিংএ যাত্রীসহ একটি ইজিবাইক রেললাইন পার হবার সময় জাড়িয়া থেকে ঢাকাগামী বলাকা এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লাগে। এতে ইজিবাইকটি দুমড়েমুচরে যায়। এতে উপজেলার কুমুরিয়া গ্রামের রফিকুল ইসলাম নিহত এবং আরো চারজন আহত হয়। এলাকাবাসী হতাহতদের উদ্ধার করে পুলিশে খবর দেয়। রেলক্রসিংটিতে কোন গেটম্যান ছিল না বলেও স্থানীয়রা জানান।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন রহমান খবরের সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতদের পরিচয় সনাক্ত করা যায়নি।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।