ময়মনসিংহ মহানগরীর চরপাড়ায় দুর্বৃত্তের অস্ত্রাঘাতে শরিফ নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাত ১২ টার দিকে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, নিহত শরিফের বাসার সামনেই অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা উপর্যপুরি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।
স্বজনরা গুরুতর অবস্থায় শরিফকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু হয়। নিহত শরিফ গৌরীপুর উপজেলার টাঙ্গগুয়া গ্রামের শহীদ মিয়ার ছেলে। শহীদ মিয়া চরপাড়াস্থ চৌধুরী ক্লিনিকের মালিক।
তিনি আরো জানান, এই ঘটনায় জড়িতদের শনাক্তে ও গ্রেফতারের অভিযান চলছে। ময়নাতদন্তের জন্য শরিফের লাশ মচিমহা মর্গে পাঠানো হয়েছে।