চাল, ডাল, তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জাতীয় পার্টি।
কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে বুধবার (২৩ মার্চ) দুপুরে নগরীর গঙ্গাদাস গুহ রোডস্থ দলীয় কার্যালয় থেকে মহানগর জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসুচী পালন করে।
ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারপারসনের উপদেষ্টা ডা. কে আর ইসলাম, মহানগর সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক ইদ্রিস আলীসহ নেতৃবৃন্দ।