ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক,খ,গ,ঘ এবং চ ইউনিটের ময়মনসিংহ অঞ্চলের ভর্তি পরীক্ষা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
প্রথমবারের মতো ঢাকাসহ সাতটি বিভাগে আলাদা আলাদা কেন্দ্রের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে।
করোনা ভাইরাস মহামারিতে পরীক্ষার্থীদের স্বাস্থ্যগত সুরক্ষার বিষয়টি বিবেচনা করে এবং ভ্রমণের ভোগান্তি লাগব করতে এমন সিদ্ধান্ত নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সে অনুযায়ী শুক্রবার (১ অক্টোবর) বেলা ১১টায় ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ভর্তি পরীক্ষা শুরু হয়।
এখানে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলার ২২ হাজার ৫৬৬ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন।
ঢাকায় না গিয়ে ময়মনসিংহে বাড়ির কাছে পরীক্ষার আয়োজন করায় এ অঞ্চলের শিক্ষার্থীসহ অভিভাবকরা বেশ খুশি।
শুক্রবার সকাল ১১টা থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদে ‘ক’ গ্রæপের পরীক্ষা শুরু হয়।
এখানে ৭ হাজার ৮১২ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেন। বাকৃবির উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন। ২ অক্টোবর ‘খ’ গ্রুপ, ৯ অক্টোবর ‘গ’ গ্রুপ, ২২ অক্টোবর ‘ঘ’ গ্রæপ এবং ২৩ অক্টোবর ‘চ’ গ্রুপের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বাকৃবির প্রক্টর প্রফেসর ড. মহির উদ্দিন জানান, সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে। ঢাবির ‘ক’, ‘খ’, ‘গ’, ‘ঘ’ ও ‘চ’ ইউনিটে মোট ২২ হাজার ৫৬৬ জন পরীক্ষার্থী এই ভর্তি পরীক্ষায় অংশ নেবে। শান্তিপূর্ণভাবে পরীক্ষা নিতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সাইফ/ অননিউজ24