কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে ময়মনসিংহে ভোটাধিকার হরণ দিবস পালন করেছে মহানগর ও দক্ষিণ জেলা বিএনপি।
বৃহস্পতিবার দুপুরে নগরীর নতুনবাজার দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ফকরউদ্দিন আহমেদ বাচ্চু ও মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ।
সমাবেশে মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, কাজী রানা, শাহ শিব্বির আহমদ বুলু, এ কে এম মাহবুবুল আলম, শামীম আজাদ, সদস্য শরাফউদ্দিন কোহিনুর, সৈয়দ শরীফ, রতন আকন্দ, স্বেচ্ছাসেবকদলের দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম টুটুল, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন শাকিল, মহিলা দলের মহানগর সভাপতি খালেদা আতিক, ছাত্রদলের মহানগর শ্রমিকদলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক আব্দুলর মান্নানসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।