ময়মনসিংহে বিএনপি মিডিয়া সেল আয়োজিত ‘জবাবদিহি মূলক রাষ্ট্র গঠনে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনোত্তর জাতীয় সরকার ও দ্বিকক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ অপরিহার্য’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিএনপি মিডিয়া সেলের আহবায়ক জহির উদ্দিন স্বপন।
মিডিয়া সেল সদস্য কাদের গণি চৌধুরীর সঞ্চালনায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন মিডিয়া সেলের সদস্য সচিব শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি।
এসময় বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাবেক উপাচার্য প্রফেসর মোশাররফ হোসেন মিয়া, ব্যারিষ্টার মীর হেলাল উদ্দিন, প্রফেসর মোর্শেদ হাসান খান, সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তার। সভায় ময়মনসিংহ বিভাগের বিভিন্ন শ্রেণীপেশার বিশিষ্টজনেরা অংশ নেন।