“ভূগর্ভস্থ পানি অদৃশ্য সম্পদ, দৃশ্যমান সম্পদ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী বের করে।
র্যালীটি টাউন হল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে শেষ হয়।
র্যালী শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এর সভাপতিত্বে আলোচনা সভায় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আখলাক উল জামিল, অতিরিক্ত জেলা প্রশাসক পুলক কান্তি চক্রবর্তীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।