আজ শুভ বড়দিন। ময়মনসিংহে স্বাস্থবিধি মেনে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমূখর পরিবেশে খ্রিস্টধর্মাবলম্বীদের সবচয়ে বড় উৎসব শুভ বড়দিন উদযাপিত হচ্ছে। সকাল ৯টায় নগরীর ভাটিকাশর এলাকার ক্যাথেড্রাল গীর্জা হাউসে বিশেষ পার্থনা শুরু হয় চলে সাড়ে ১০টা পর্যন্ত।
বড়দিনে দেশবাসীর শান্তি ও মঙ্গল কামনায় প্রার্থনা পরিচালনা করেন বৃহত্তর ময়মনসিংহের ধর্ম প্রদেশের ধর্মপাল বিশপ পল পনেন কুবি। প্রার্থনা অনুষ্ঠানে ময়মনসিংহে বসবাসরত বিদেশী নাগরিকরাও অংশগ্রহন করেন।
]
এছাড়া জেলার প্রতিটি গীর্জায় রঙিন বাতিসহ বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে। দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন উপসানালয়, গীর্জা, এবং বড় দিন উদযাপন অনষ্ঠানস্থলগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
আয়েশা আক্তার/অননিউজ24