দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি ও সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে ময়মনসিংহে প্রতীকি অনশন কর্মসুচী পালন করেছে মহানগর বিএনপি। বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর দেড় টা পর্যন্ত এই কর্মসুচীতে মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, অধ্যাপক শেখ আমজাদ আলী, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, সাধারন সম্পাদক জোবায়েদ হোসেন শাকিল, মহানগর স্বেচ্ছাসেবকদলের সভাপতি আতাহার তালুকদার রিপন, সাংগঠনিক সম্পাদক জিএস মাহবুব প্রমুখসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় সভায় বক্তারা বলেন, এই অবৈধ সরকার পরিকল্পিতভাবে জনগণকে দুর্ভোগে ফেলছে। লাগামহীনভাবে দ্রব্যমূল্য বাড়ছে, অন্যদিকে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়িয়ে দিচ্ছে সরকার। কারণ তারা জনগণের ভোটের তোয়াক্কা করে না। জনগণকে আরো দুর্বল করে তারা প্রতিবাদের শক্তিটুকুও কেড়ে নিতে চায়।
বক্তারা আরো বলেন, এই দুঃসহ পরিস্থিতির অবসান কাটিয়ে জনগণের মুক্তি ও দেশে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দুর্বার আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানোর জন্য সকলকে সোচ্চার হওয়ার আহŸান জানান তারা।