মাধ্যমিক শিক্ষা জাতীয়করণসহ ১১ দফা দাবিতে মানববন্ধন কর্মসুচী পালন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি ময়মনসিংহ জেলা শাখা।
বুধবার (২৩ মার্চ) দুপুরে নগরীর শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি আনোয়ার কবীর, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ নেতৃবৃন্দ।
বক্তারা মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ না হওয়া পর্যন্ত পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদানসহ ১১ দফা দাবি পূরণের জন্য জাতীয় বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ প্রদানের দাবি জানান। পরবর্তীতে দাবী আদায়ের লক্ষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।