ময়মনসিংহে মুমিমুন্নিসা সরকারি মহিলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জুন) সকালে বেলুন উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠান মালার উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।
পরে বর্ণাঢ্য র্যালী বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অত্র কলেজের সাবেক ভিপি ও পুণর্মিলনী উদযাপন কমিটির সভাপতি মনিরা সুলতানা মনি এমপির সভাপতিত্বে কেক কাটা শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন ফাহমী গোলন্দাজ বাবেল এমপি, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু ও কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আবু তাহের।