ময়মনসিংহে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বধ্যভ‚মিতে শহীদদের প্রতি ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা ।মঙ্গলবার সকালে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি প্রথম শ্রদ্ধা জানান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পক্ষ থেকে প্রফেসর ড. রফিকুল ইসলাম।
এসময় ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানী হানাদার বাহিনীর নারকীয় হত্যাকান্ডে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এরপর গণতান্ত্রিক শিক্ষক ফোরাম, সোনালী দল, অফিসার্স ও কর্মচারি সমিতি এবং ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন পৃথকভাবে পুষ্পার্ঘ অর্পণ করেন।
আয়েশা আক্তার/অননিউজ24