মুজিববর্ষ ও মহান বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ময়মনসিংহে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ ডিসেম্বর) সার্কিট হাউজ মাঠে ছয় দলের অংশগ্রহণে ৬ ওভারের খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় অগ্রণী ব্যাংককে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ কৃষি ব্যাংক। খেলায় ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন বাংলাদেশ কৃষি ব্যাংকের কর্মকর্তা রাসেল।
পরে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলেদেন বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহ অফিসের ব্যবস্থাপক রফিকুল ইসলাম এবং কৃষি ব্যাংকের ব্যাবস্থাপক জামিল আহম্মেদ।
এর পূর্বে সকালে টুর্ণামেন্টর উদ্বোধন করেন মহানগর আওয়ামীলীগের সভাপতি এহতেশামূল আলম। টুর্নামেন্টে অংশগ্রহণ করেন সোনালী ব্যাংক একাদশ, জনতা ব্যাংক একাদশ, অগ্রণী ব্যাংক একাদশ, রূপালী ব্যাংক একাদশ, বাংলাদেশ কৃষি ব্যাংক একাদশ ও সম্মিলিত স্বাধীনতা ব্যাংকার্স একাদশ।
আয়েশা আক্তার/অননিউজ24