আশ্রয়ণ প্রকল্পের আওতায় ৩য় পর্যায়ে ময়মনসিংহ জেলায় আরও ২৮৭টি পরিবারকে বিনামূল্যে ঘর ও জমি প্রদান করা হবে। সেই সাথে জেলার ভালুকা, নান্দাইল, ফুলপুর ও ফুলবাড়িয়াকে ভূমিহীন ও গৃহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হবে। আগামী ২১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভাচ্যুয়ালী নান্দাইলের চরভেলামারী আশ্রয়ণ প্রকল্পের জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন।
অনুষ্ঠান সফল করার জন্য জেলা ও উপজেলা প্রশাসন সকল প্রস্তুতি গ্রহণ করেছে। আয়োজনকে ঘিরে এলাকায় ঘর ও জমি প্রাপ্তদের মাঝে আনন্দ ও উচ্ছাস বিরাজ করছে।
এ উপলক্ষ্যে মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস একথা জানান। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক পুলক কান্তি চক্রবর্তীসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।