‘স্মার্টফোনে আসক্তি: পড়াশোনায় ক্ষতি’ এই প্রতিপাদ্যকে মূলমন্ত্র হিসেবে ধারণ করে ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২২ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের উদ্যোগে টাউন হল চত্বরে তিনদিন ব্যাপী মেলার আয়োজন করা হয়। এ উপলক্ষে র্যালী ও আলোচনার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস।
পরে একটি র্যালী টাউন হল চত্বর প্রদক্ষিণ করে। এক আলোচনায় বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত ডিআইজি শাহ্ আবিদ হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমান উল্লাহ, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আবু তাহেরসহ অন্যান্যরা। তিনদিন ব্যাপী মেলায় ৩৫টি স্টল স্থান পেয়েছে।