মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভ‚মিহীন ও গৃহহীন পরিবারকে ময়মনসিংহে ৩য় পর্যায়ে ৫৫৩টি পরিবারের নিকট গৃহ হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে গণভবন থেকে ভার্চুয়ালি উপকারভোগিদের মাঝে গৃহ হস্তান্তর উদ্বোধন করেন। পরে ময়মনসিংহ সদর উপজেলা হল রুমে ১২০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘরের দলিল ও চাবি হস্তান্তর করেন বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস।
এসময় জেলা প্রশাসক এনামুল হক, পুলিশ সুপার আহমার উজ্জামান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ হোসাইনসহ জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। এছাড়াও জেলার ১২টি উপজেলায় ৪৩৩টি ভ‚মিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘরের দলিল ও চাবি হস্তান্তর করা হয়।