ময়মনসিংহ সংবাদদাতা : ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রায় দুই লাখ টাকা মুল্যের ৭০ বোতল ভারতীয় মদসহ দুইজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, কিশোরগঞ্জের বাজিতপুরের সুজন ঘোষ ও ময়মনসিংহ নগরীর স্বদেশী বাজারের তপন পাল। মঙ্গলবার ভোর রাতে নগরীর গোলপুকুরপাড় ঈশান চক্রবর্তী রোড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
ডিবির ওসি মোঃ সফিকুল ইসলাম জানান, সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে সামনে রেখে মাদক ব্যবসায়ীদের একটি চক্র কয়েক খন্ডে বিভক্ত হয়ে বিভিন্ন এলাকায় অবৈধ মাদক কেনাবেচা নতুন করে বাড়িয়ে দিয়েছে।
এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭০ বোতাল বিদেশী মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। যার আনুমানিক মুল্য প্রায় দুই লাখ ১০ হাজার টাকা। তাদের বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।