‘নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি’ এ প্রতিপাদ্যকে সারাদেশের ন্যায় ময়মনসিংহে উদযাপিত হলো বেগম রোকেয়া দিবস। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৯ নভেম্বর) "জয়িতা অন্বেষণে বাংলাদেশ" শীর্ষক কার্যক্রমের আওতায় ময়মনসিংহ জেলা ও সদর উপজেলা পর্যায়ে নির্বাচিত ৫টি বিষয়ে ৯ জন জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের আয়োজনে ছিল জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কান্তি বসাক, সদর উপজেলার ইউএনও মো: সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ফেরদৌসী বেগম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মমতাজ উদ্দিন মন্তা প্রমূখ। আরো বক্তব্য রাখেন জয়িতা আমেনা বেগম চম্পা, তনু হিজড়া, পারভিন আক্তার প্রমুখ।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।