পরিবার পরিকল্পনা শক্তিশালীকরণ ও সেবার মান উন্নয়নের লক্ষ্যে ময়মনসিংহ পরিবার পরিকল্পনা বিষয়ক ডিস্ট্রিক্ট ওয়ার্কিং গ্রুপের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে নগরীর একটি রেস্টুরেন্টের হলরুমে প্রকল্পের বর্তমান কার্যাবলী এবং পরবর্তী পরিকল্পনা সম্পর্কে আলোচনার মাধ্যমে মিটিংটি সম্পন্ন হয়।
সভায় আলেচনার মাধ্যমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, সরকারী কর্মকর্তাদের সাথে অবহিতকরণ সভার মাধ্যমে প্রকল্পের অগ্রগতি এবং প্রকল্পের পরবর্তী পরিকল্পনা নির্ধারণ করা হবে।
উক্ত মিটিংয়ে সিরাক-বাংলাদেশের টীম এবং সদস্য বিশিষ্ট ডিস্ট্রিক্ট ওয়ার্কিং গ্রুপের সভাাপতি ইঞ্জিনিয়ার নুরুল আমীন কালাম, সাধারন সম্পাদক মোঃ মঈন উদ্দিন রায়হানসহ সিরাক বাংলাদেশ টীম এবং ১০ সদস্য বিশিষ্ট ডিস্ট্রিক্ট ওয়ার্কিং গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।