‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের অধীনে ময়মনসিংহ বিভাগের চার জেলার ৫ ক্যাটগরিতে বিশজন জয়িতাকে পুরস্কৃত করা হয়েছে। রবিবার বিকেলে নগরীর জেলা পরিষদ মিলনায়তনে বিভাগীয় কার্যালয় ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে জয়িতাদের সম্মাননা অনুষ্ঠানে ভার্চ্যুয়ালী প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি।
বিভাগীয় কমিশনার মো. শফিকুর রহমান বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মাননা অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আনোয়ার হোসেন, ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শাহ আবিদ হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, ময়মনসিংহ মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক ফেরদৌসী বেগম প্রমুখ।
ময়মনসিংহ বিভাগের চার জেলার ৫ ক্যাটগরিতে শ্রেষ্ঠ জয়িতারা হলেন- ময়মনসিংহের ত্রিশালের মিনারা খাতুন,তারাকন্দার আকলিমা আক্তার, মুক্তাগাছার সুমি রানী গৌড়, জামালপুর মেলান্দহের ফাতেমা বেগম ও শেরপুরে সোমাইয়া আক্তার।
২য় ক্যাগরিতে ৫ জন জয়িতারা হলেন- নেত্রকোনার শাহানা আক্তার, কলমাকান্দার কপোতী ঘাগ্রা, ময়মনসিংহ ত্রিশালের মাহমুদা পারভীন, ভালুকার মালা আক্তার ও জামালপুর দেওয়ানগঞ্জের মুন্নি আক্তার।
২য় ক্যাগরিতে ১০জন জয়িতারা হলেন-জামালপুর সরিষাবাড়ীর মরিয়ম খাতুন, বকশীগঞ্জের তানজিনা, মেলান্দহের মাজেদা বেগম, শেরপুরের ইসরাত রেহানা, মমতাজ মহল, এড. জান্নাতুল ফেরদাউস, শ্রীবরদীর হোসনে আরা বেগম, নেত্রকোনার কলমাকান্দার সানজিদা আক্তার, দুর্গাপুরের মিনার বেগম ও মদনের সোনিয়া আক্তার।